বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

স্মার্টফোনের মতো এটি স্মার্ট ওয়াটার বোটল

Published on: September 8, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অ্যাপেল এর ওয়াটার বোটল। জলের বোতল শুধু বললে ভুল বলা হবে।স্মার্টফোনের মতো এটি স্মার্ট ওয়াটার বোটল। অ্যাপেলের তরফে জানানো হয়েছে এর পোশাকি নাম হাইড্রেটস্পার্ক (HidrateSpark)।এর মূল্য ভারতীয় বাজারে ৪৬০০ টাকা।জলের বোতল কিনতে সাড়ে চার হাজারেরও বেশি টাকা খরচ।

আপনার সারাদিনে কতখানি জলপান করা প্রয়োজন, শরীরে কতটা জল গেলে ডিহাইড্রেশনের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন, এমনই সমস্ত তথ্য আপনার সামনে তুলে ধরা হবে এই বোটলের মাধ্যমে।নিজের আইফোনে হাইড্রেটস্পার্ক অ্যাপটি ডাউনলোড করতে হবে।তীব্র দাবদহে সুস্থ থাকতে এমন ফিচার নিঃসন্দেহে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে বলেই আশা অ্যাপেলের।

২৪ ঘণ্টা পর্যন্ত ঠান্ডা থাকবে জল।আপনি কতটা জল পান করছেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আরও কতখানি জল খাওয়া উচিত, সে সব আপডেট দেওয়া হবে অ্যাপেল হেল্থে।একদিন খাটা-খাটনি বেশি হল, সেক্ষেত্রে আপনার শরীরের কতটা জল প্রয়োজন, তাও হিসেব করে আপনাকে জানিয়ে দেওয়া হবে।প্রতি মুহূর্তে আপডেট হতে থাকবে এই বোতল থেকে কতটা জল পান করছেন।

সাদা, কালো, হলুদ এবং রুপোলি ও কালো রঙের বোটল বিক্রি হবে।মূল্য ৪৬০০ থেকে ৬১২৫ টাকার মধ্যে।

Join Telegram

Join Now