আদিবাসী সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে শুরু হল আদিবাসী মেলা
আদিবাসী সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে শুরু হল আদিবাসী মেলা। রায়নায় এই উত্সবের উদ্বোধন করলেন রায়নার বিধায়িকা তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা (East Bardhaman News)। প্রতি বছরের মতো এই বছরও রায়নার পলাশন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামবাটি গ্রামে মা সিদ্ধেশ্বরী পুজো উপলক্ষে, বিশাল অনুষ্ঠান আয়োজন হয় ওই গ্রামে।
রামবাটী আদিবাসী পাড়ায় গত আট বছর ধরে সিদ্ধেশ্বরী পুজোকে কেন্দ্র করে আদিবাসী উত্সব অনুষ্ঠিত হয়ে আসছে। একই ভাবে এই বছরও অনুষ্ঠিত হচ্ছে আদিবাসী উত্সব। পাশাপাশি জেলার ন’ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে চলছে মেলা। সরকারি উদ্যোগে তিন ব্যাপী চলবে এই উত্সব। পূর্ব বর্ধমান জেলার পাঁচড়া কৃষাণ মন্দিরেও চলছে জয় জোহার মেলা।
মূলত, আদিবাসী সম্প্রদায়ের বিকাশ ও আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পরিসর বৃদ্ধি করতেই এই মেলার আয়োজন করা হয়। আদিবাসী নাচ, গান সহ আদিবাসী শিশুদের নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে জয় জোহার মেলায়। কৃষিজাত দ্রব্য প্রদর্শনী করা হবে এই জয় জোহার মেলায়(East Bardhaman News)।
পাশাপাশি আদিবাসীদের জন্য সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, তাও তুলে ধরা হবে এই মেলায়। এই নিয়ে বিধায়িকা শম্পা ধারা বলেন, “আদিবাসী এলাকায় আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায়(East Bardhaman News)। আগামী দিনে এই মেলার শ্রীবৃদ্ধি হবে। আমাদের সরকার সব সময় আদিবাসী ভাই ও বোনেদের পাশে আছে।”