রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে গ্রেফতার করার প্রতিবাদে বর্ধমান জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের
পূর্ব বর্ধমান :- রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষকে অনৈতিক ভাবে ত্রিপুরার পুলিশ গ্রেফতার করার প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলাজুড়ে অবস্থান বিক্ষোভ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপল্লব দেবের কুশ পুত্তলিকা দাহ করলো তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।
রাজ্য যুব তৃনমূলের সভাপতি সায়নী ঘোষের উপর হামলা ও পুলিশের দ্বিচারিতা সহ যুব নেত্রীকে অহেতুক কারণে গ্রেফতারের প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সোমবার পূর্ব বর্ধমান জেলার ১৮টি ব্লক ও পাঁচটি পৌরসভায়
যুব তৃণমূলের উদ্যোগে প্রতিবাদ সভা এবং জাতীয় সড়ক অবরোধ।
শহর বর্ধমানে কার্জনগেটে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা যুব সভাপতি ও বিধায়ক অলোক কুমার মাঝি সহ,যুব নেতা নুরুল আলম,তৃণমূল নেতা আব্দুল রব সহ একাধিক নেতৃবৃন্দ।
অন্যদিকে প্রাক্তন জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার ও শহর যুব সভাপতি শুভায়ু সাহা ও জয়হিন্দের শহর সভাপতির নেতৃত্বে বর্ধমান টাউন হল এর সামনে বিক্ষোভ দেখান।
কার্যতঃ সায়নী ঘোষের গ্রেফতারের প্রতিবাদে বিশেষ আলোকপাত করেন জেলা ও শহরের নেতৃত্বরা।