আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল অংশ নিতে না পারলে দায় পিটি ঊষার

Published on: July 20, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছে,ফুটবলপ্রেমীদের মন খারাপ।প্রথম আট দলের মধ্যে না থাকার কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।এশিয়াতে ১৮ নম্বরে ভারতের তালিকা। কথাটা ভুল এমন নয়। তালিকা যা থাকা উচিত তার থেকে নিচে এমন অনেক দলকে পাঠানো হচ্ছে এশিয়ান গেমসে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি ঊষা ফুটবলের এমন সর্বনাশ করে চুপচাপ বসে মজা দেখছেন।ভারতীয় ফুটবলের প্রেসিডেন্ট বাংলার কল্যাণ চৌবের সঙ্গে পি টি ঊষার ইগো সমস্যা। ফুটবলের বিরুদ্ধে ঊষা জেনে শুনে চক্রান্ত করেছে।ভারতীয় ফুটবলপ্রেমীরা দেখতে চান এশিয়ান গেমসে ভারত খেলছে।ভারতের ফুটবল কোচ ইগর স্টিম্যাক নিজে কথা দিয়েছেন এশিয়ান গেমসে সুযোগ পেলে ভারত গর্বিত করবে দেশকে।

তিনটি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে গত তিন মাসে ভারতীয় ফুটবল দল।প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছেন ভারতের কোচ ।বাংলাদেশ যেখানে ফুটবল দল পাঠাচ্ছে সেখানে ভারত পাঠাবে না এমন কি করে হয়? চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনো আসেনি। ভারতীয় ফুটবলপ্রেমীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আশায় আছেন।

Join Telegram

Join Now