সাতটি ছক্কা মেরে ক্রিকেটে নতুন নজির

ম্যাচের ৪৯তম ওভারেই মারলেন ৭টি ছক্কা।উত্তরপ্রদেশের বোলার ছিলেন বাঁহাতি স্পিনার শিবা সিংহ।

এক ওভারে সাতটি ছক্কা মেরে ক্রিকেটে নতুন নজির গড়লেন এক ভারতীয় ব্যাটার । এক ওভারে ৭টি ছয়,ইনিংসে ১৬টি ছয়।বিজয় হজারে ট্রফিতে অভূতপূর্ব নজির গড়লেন রুতুরাজ গায়কোয়াড় । ৬ বলে ৬ ছক্কার নজির ছিল রবি শাস্ত্রী এবং যুবরাজ সিংহের।দু’জনকে ছাপিয়ে গেলেন রুতুরাজ।উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ১৫৯ বল খেলে করলেন অপরাজিত ২২০ রান। অনবদ্য ইনিংসটি খেলার পথে মারলেন ১০টি চার এবং ১৬টি ছক্কা।

ম্যাচের ৪৯তম ওভারেই মারলেন ৭টি ছক্কা।উত্তরপ্রদেশের বোলার ছিলেন বাঁহাতি স্পিনার শিবা সিংহ। দলের রান বাড়িয়ে নিতে বড় শট খেলার চেষ্টা করেন চেন্নাই সুপার কিংসের ব্যাটার রুতুরাজ।প্রথম চারটি বল মাঠের বাইরে উড়িয়ে দেন দিন। পঞ্চম বলটি নো করেন শিবা। সেই বলও উড়ে যায় বাউন্ডারি লাইনের বাইরে। পরের বলটি ফ্রি-হিট পেয়ে রেয়াত করার কথা মাথতেই আনেননি বিধ্বংসী মেজাজে থাকা রুতুরাজ। সেই বলটিও সোজা পাঠিয়ে দেন সর্দার পটেল স্টেডিয়ামের বি গ্রাউন্ডের বাইরে। ওভারের সপ্তম বলও একই ফলাফল।

ভারতের হয়ে এখনও পর্যন্ত একটি এক দিনের ম্যাচ এবং ন’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৫ বছরের রুতুরাজ গায়কোয়াড়উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৫ উইকেটে ৩৩০ রান করল মহারাষ্ট্র। দলের ৩৩০ রানের মধ্যে ২২০ রানই এসেছে রুতুরাজের ব্যাট থেকে। এক ওভারে ৭টি ছক্কা মারার ঘটনা বিশ্ব ক্রিকেটে এই প্রথম ঘটল।
ওয়েস্ট ইন্ডিজ়ের গ্যারি সোবার্স, দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবস, ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ড, আমেরিকার জসকরণ মালহোত্রা এক ওভারে ৬টি ছক্কা মেরেছেন। আফগানিস্তানের হজরতুল্লাহএক ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *