ক্রিকেটার না হলে কোনো অভিনেত্রী বা মডেল হতে পারতেন
রূপে লক্ষ্মী , গুনে সরস্বতী এই কথাটা সম্পূর্ণ খাটে কেবল তাদের জন্যই।নারী ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ অপরূপ সুন্দরী।
মহিলা ক্রিকেট পুরুষদের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে।এমন কিছু মহিলা ক্রিকেটার রয়েছেন যারা ক্রিকেটার না হলে অভিনেত্রী বা মডেল হতে পারতেন।রূপে লক্ষ্মী , গুনে সরস্বতী এই কথাটা সম্পূর্ণ খাটে কেবল তাদের জন্যই।নারী ক্রিকেটারদের মধ্যে কেউ কেউ অপরূপ সুন্দরী।এবার দেখে নেওয়া যাক তারা কারা –
প্রিয়া পুনিয়া – ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার প্রিয়া পুনিয়া। তার জনপ্রিয়তা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সৌন্দর্য ও আবেদনময়ী লুকের জন্য।ছোট থেকেই খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল।২৫ বছর বয়সী এ সুন্দরী সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয়। নিয়মিত গ্ল্যামারস ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া মাতিয়ে রাখেন তিনি।
কাইনাত ইমতিয়াজ – পাকিস্তানের ফাস্ট বোলার কাইনাত ইমতিয়াজ। সৌন্দর্যের কারণে পাকিস্তানে ক্রাশ গার্ল হিসেবে পরিচিত তিনি।২৯ বছর বয়সী এই ক্রিকেটার ২০১০ সালে পাকিস্তানের ‘জাতীয় মহিলা ক্রিকেট দল’-এর হয়ে অভিষেক করেন।
সারা টেইলর – সর্বকালের সেরা উইকেটকিপার এবং ব্যাটসম্যান ইংল্যান্ডের সারা টেইলর। ৩২ বছর বয়সী এই নারী ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন।
জাহানারা আলম – সুন্দরীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার জাহানারা আলমও।চোখে কাজল পরে তার মাঠে নামা অনেক ক্রিকেট সমর্থকের হৃদয়ে ঝড় তোলে।
স্মৃতি মান্ধানা – ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানা। গ্ল্যামার বা রূপে অভিনেত্রী বা মডেলের চেয়ে কোনো অংশে কম নন।আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছেন তিনি।
এলিসা পেরি – অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের দুর্দান্ত অলরাউন্ডার এলিসা পেরি।তার নতুন নতুন ছবি, ভিডিও দেখার জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর অপেক্ষায় থাকেন।