আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

“ক্রিকেট দেবতা” শচীনের জন্মদিন, শুভেচ্ছা বার্তা জানালেন বিরাট, আইসিসি,বিসিসিআই

Published on: April 24, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

SUNITA GHOSH :- আজ শচীন তেন্ডুলকারের ৪৯ তম জন্মদিন। শচীন তেন্ডুলকার মানেই ক্রিকেট। ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ব্যাটিং কিংবদন্তি এই মানুষটি ২৪ এপ্রিল, ১৯৭৩ সালে মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের পরামর্শদাতা হিসেবে যুক্ত রয়েছেন। শচীনের জন্মদিনে মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। শচীনের জন্য রয়েছে জন্মদিনের বিশেষ আয়োজন।

সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে সমস্ত তরুণরা শচীনকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তরুণদের মধ্যে ছিলেন হৃতিক শোকিন, আরিয়ান জুয়াল, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিস এবং রাহুল বুদ্ধি। সেই ভিডিওতে সচিনের ছেলে অর্জুন তেন্ডুলকারও বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। যা সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। ভিডিওর ক্যাপশনে মুম্বাই ইন্ডিয়ান্স এর পক্ষ থেকে লেখা হয়েছে, “সমগ্র ভারতকে ক্রিকেট দেখার জন্য অনুপ্রাণিত করেছিলেন তিনি। ছেলেরা তাঁর বিশেষ দিনে প্রথম বারের মতো সচিনেক সঙ্গে নিজেদের সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ নিয়েছেন”।

 

শচীন তেন্ডুলকারের ৪৯ তম জন্ম দিবস উপলক্ষে তাকে ইনস্টাগ্রামের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন বিরাট কোহলি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শচীনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বিরাট। সেখানে তিনি লেখেন, “তাঁকে জন্মদিনের শুভেচ্ছা, যাঁর ক্রিকেট নামক খেলাটির প্রতি প্যাশন অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছে। বছরটা আপনার দুর্দান্ত কাটুক পাজি”। হরভজন সিং টুইট করে লেখেন, “পাজি তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর সব খুশি যেন তুমি পাও, এই কামনা করি। বিশেষ দিনটা খুব ভালভাবে কাটিও। জৈব বলয় থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা সেলিব্রেট করব।”

 

শচীনের খুব কাছের মানুষ হলেন রবি শাস্ত্রী। তিনিও শচীনকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আইসিসি ও বিসিসিআই-এর তরফ থেকেও মাস্টার ব্লাস্টারকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০১৩ সালে অবসর নেন শচীন। ব্যাটিংয়ের সমস্ত শ্রেষ্ঠ রেকর্ড ছিল তাঁর দখলে। তিনিই ক্রিকেট ইতিহাসের একমাত্র নায়ক যিনি ১০০টি আন্তর্জাতিক শতরান করেছেন। ক্রিকেটের সেরা আইকন তিনি।

Join Telegram

Join Now