আমি মৃত্যুর আগে পর্যন্ত আমার বক্তব্য রক্ষা করে যাব,বললেন মহুয়া
নুপুর শর্মার পর আবার ও ধর্ম নিয়ে কু মন্তব্য। যদিও তার মন্তব্য থেকে শর্তে রাজি নন সংসদ।সারা দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে এফআইআর করা হয়েছে।
দু পয়সার সাংবাদিক বলার পর এবারে মা কালীকে নিয়ে ফের বিতর্কে টিএমসি সাংসদ মহুয়া মৈত্র।তিনি বলেন যে কালীর অনেক রূপ রয়েছে।আমার কাছে কালী মানে সেই দেবী যিনি মাংস ও মদ গ্রহণ করেন।তার এই মন্ত্যবের পর সারা দেশে তোলপাড় চলছে। নুপুর শর্মার পর আবার ও ধর্ম নিয়ে কু মন্তব্য। যদিও তার মন্তব্য থেকে শর্তে রাজি নন সংসদ।সারা দেশের বিভিন্ন জায়গায় এ নিয়ে এফআইআর করা হয়েছে।
বিজেপি অবিলম্বে তৃণমূল সাংসদকে গ্রেফতারের জন্য অভিযোগ দায়ের করেছে।মধ্যপ্রদেশের ভোপালে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।কালী বিতর্কের দায় নিতে হবে মহুয়া মৈত্রকে বলে বিবৃতি দেয় তৃণমূল কংগ্রেস।