বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৪০ বছর ভিক্ষা করে খেয়েছি,মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে যা পেতাম তাই খেতাম

Published on: May 17, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রধানমন্ত্রীর পোশাক থেকে শুরু করে স্টাইল,চর্চার কেন্দ্রে। লাখের কোট,ব্যক্তিগত  ডিজাইনার…সত্যি কী?আপ কি আদালত-এ মহিলা প্রশ্ন করেন আপনার কী কোনও ডিজাইনার রয়েছে?হেসে প্রধানমন্ত্রী বলেন  “দেখুন বিষয়টা হল আমি এমন জায়গায় পৌঁছিয়েছি বর্তমানে যে আমায় নিয়ে নানারকমের কথা চলতে থাকে। আমি আপনাকে বাস্তব বলছি। আমি বাড়ি ছেড়েছিলাম। একটা ছোট ঝোলাতেই আমার জিনিস থাকত। আমি প্রায় ৪০ বছর ঘুরে ঘুরে বেড়িয়েছি। এই ৪০ বছর আমি ভিক্ষা করে খেয়েছি। মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে যা পেতাম তাই খেতাম। জিনিস তাই কম রাখতে হতো। নিজেকেই পোশাক ধুতে হতো। তাই একটা সময় ঝোলাতে জায়গা হচ্ছে না দেখে জামার হাতগুলোর সামনের অংশ কেটে দিয়েছিলাম। তবে থেকে কনুই পর্যন্ত শার্ট পরি।”

আমার কোনও ফ্যাশন ডিজাইনার নেই,বিশেষ কোনও উপদেষ্টা নেই।একজন ট্রেলর তো লাগেই। তিনি মাপ নিয়ে বানিয়ে দেন।তবে একটা বিষয় শুনে আমার ভাল লাগছে যে, আমি যাই পরি, লোকে সেটা পছন্দ করছে। তার মানে আমি ঠিক-ঠাকই আছি।”

Join Telegram

Join Now