বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে দেব
শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর। কিন্তু কবে? খুব কৌশলে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন দু'জনেই।
সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই তারিখ ঘোষণা করলেন তারকা দেব। শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর। কিন্তু কবে? খুব কৌশলে প্রশ্ন এড়িয়ে যাচ্ছিলেন দু’জনেই। কিন্তু শেষমেশ তারিখ ঘোষণা করলেন অভিনেতা দেব। জানালেন ২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে। তবে কী কিশমিশের মুক্তির দিনেই বিয়ে করছেন তারকা?
শীঘ্রই চার হাত এক হচ্ছে দেব-রুক্মিণীর, কবে করছেন?সেই সময় উপস্থিত ছিলেন কিশমিশের পরিচালক রাহুল মুখোপাধ্যায়, চিত্রগ্রাহক মধুরা পালিত। উপস্থিত ছিলেন রিল লাইফ এবং দেবের রিয়েল লাইফের অভিনেত্রী রুক্মিণী মৈত্র। দেবের এত বড় ঘোষণার পর লাজুক হাসি দেখা গেল তাঁর মুখেতেও।
২৯শে এপ্রিল রিলিজ করছে দেবের ছবি কিসমিস। আর সেই দিন রুক্মিণী কে বিয়ে করছেন। একথা যদিও দেব নিজেই জানিয়েছেন। তবে সে যাই হোক স্বপ্নের নায়কের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই মন ভেঙ্গেছে ভক্তকুলের।