গাড়ি পাচার চক্রের মূল অভিযুক্ত গ্রেফতার

এবার রাণীগঞ্জ থানার পুলিশ ফের আরো একবার গাড়ি পাচার চক্রের মূল অভিযুক্ত কে গ্রেফতার করে বিভিন্ন এলাকা থেকে

এবার রাণীগঞ্জ থানার পুলিশ ফের আরো একবার গাড়ি পাচার চক্রের মূল অভিযুক্ত কে গ্রেফতার করে বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া তিনটি বাইক উদ্ধার করল, রানীগঞ্জের রানীসায়ের এলাকা থেকে। ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার সকালেই রানীগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে থানারী স্পেশাল ব্রাঞ্চের অফিসার সাব-ইন্সপেক্টর হিমাদ্রি শেখর বর্মনের নেতৃত্বে একটি দল গাড়ি পাচার চক্রের হদিস পেয়ে, গা-ঢাকা দিয়ে গাড়ি খরিদ করার বিক্রেতা সেজে চাঁদার মোড় লাগোয়া এলাকায় অপেক্ষা করতে থাকেন।

পরে সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ হিরাপুর থানার বার্নপুর সূর্যনগরের বাসিন্দা বছর ৪২ এর অরুণ বাউরী নামের ওই ব্যক্তি হাজির হয়ে চোরাই বাইক বিক্রি করার জন্য দরদাম করার সময়ই হঠাৎ অতর্কিতে এসআই হিমাদ্রিশেখর বর্মন ধরে ফেলেন অরুণ বাউরীকে। এরপরই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেই মেলে তিনটি চোরাই বাইকের হদিস। যা পুলিশ রানীগঞ্জের রানীসায়ের এলাকা থেকে উদ্ধার করে।

ধৃত ঐ ব্যক্তি এছাড়াও অন্য কোথাও কোন বাইক চুরির সঙ্গে যুক্ত ছিল কিনা সে বিষয়গুলির ক্ষতি দেখা হচ্ছে। জানা গেছে এই ব্যক্তি আগেও বেশ কয়েকটি এলাকায় এ ধরনের চুরির ঘটনা ঘটিয়েছে। এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের রানীগঞ্জ থানার পুলিশের নজরে আসতেই পুলিশ বিশেষভাবে সতর্ক থেকে ওই বাইক পাচারকারীকে হাতেনাতে ধরায় বড়সড় সাফল্য পায় রানীগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *