বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সকাল থেকে মুষলধারে বৃষ্টি

Published on: May 3, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

সকাল থেকে দেখা নেই সূর্যের, মেঘাচ্ছন্ন গোটা আকাশ। এরপরে স্বস্তির বৃষ্টি গোটা নদীয়া জেলা জুড়ে। সঙ্গে চলল ঝড়ো হাওয়া। হাঁসফাঁস তীব্র গরমের হাত থেকে অবশেষে রেহাই পেল গোটা নদীয়াজেলা বাসি। আবহবিদেরা জানাচ্ছেন এই মৌসুমে অনেক দেরিতে বৃষ্টি হলো গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ‌। যার কারণে শুরুতেই তীব্র গরমের যন্ত্রণা ভোগ করতে হলো সাধারণ মানুষকে।

নদীয়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি পার করেছে। একদিকে যেমন গরমে কার্যত গৃহবন্দি হয়েছিল মানুষ অন্যদিকে চাষিরা অস্বস্তিতে ভুগছিলেন। সেই পরিস্থিতিতে এদিন সকালে বৃষ্টি একদিকে যেমন গরমের হাত থেকে রেহাই পাবে জেলাবাসী অন্যদিকে সবজি চাষীরা উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। নদীয়া জেলার হাজার-হাজার চাষী সবজি এবং জমিতে অন্যান্য চাষাবাদ করে সংসার চালান।

সেই পরিস্থিতিতে প্রাকৃতিক জলের গুণগত মান চাষীদের চাষের ক্ষেত্রে অনেকটাই অনুকূল। কিন্তু বৃষ্টি না হওয়ায় অনেকটাই অসুস্থ পড়েছিল চাষীরা। তবে ধান চাষের ক্ষেত্রে অনেকটাই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আকাশের খামখেয়ালীপনা। তার কারণ এই সময়ে চাষিরা পাকা ধান কেটে বাড়িতে নিয়ে আসেন। এই পরিস্থিতিতে কিছুটা হল অসুবিধায় পড়বে তারা। গোটা নদীয়া জেলা জুড়ে দিন সকালের বৃষ্টি অনেকটাই চওড়া হাসি এনেছে জেলাবাসীর।

Join Telegram

Join Now