দীর্ঘ ১৩ বছর পর কি আবার ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে?এশিয়া কাপের আগে আক্রমের বিস্ফোরক মন্তব্য!হরভজনদের বিরোধ, সত্ত্বেও আক্রমের আশা এখনও অটুট!
Read more – ট্রফি না বাগদান- কোন স্বপ্নকে আগে ছোঁবেন জবি?

ভারত-পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের জন্য এক রহস্যময় মুহূর্ত—কবে আবার দেখা যাবে এই দুই মহাশক্তির মুখোমুখি লড়াই? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম সম্প্রতি এমন মন্তব্য করেছেন যা ক্রিকেট ভক্তদের মধ্যে চমক এবং উত্তেজনা ছড়িয়েছে। তিনি চান, দীর্ঘ দিনের বিরতি কাটিয়ে ভারত ও পাকিস্তান টেস্ট সিরিজ পুনরায় শুরু হোক, যা হবে দুই দেশের ক্রিকেট ভক্তদের জন্য এক ঐতিহাসিক উৎসব।

দুই দেশের শেষ সীমিত ওভারের সিরিজ হয়েছিল ২০১২-১৩ মরসুমে। টেস্ট সিরিজের শেষবার হয়েছিল ২০০৭-০৮ মরসুমে, যেখানে ভারত জয়ী হয়েছিল ১-০ ব্যবধানে। সেই সিরিজে সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্টে একমাত্র দ্বিশতরান করেছিলেন, যা এখনও ক্রিকেট ইতিহাসে স্মরণীয়। এরপর থেকে ভারত-পাকিস্তানের টেস্ট ম্যাচ হয়নি।
দূর ভবিষ্যতে সীমিত ওভারের বা টেস্ট সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা কম। কেন্দ্রীয় সরকারের নিয়ম স্পষ্ট—ভারতের মাটিতে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হবে না। ফলে ওয়াসিম আক্রমের স্বপ্ন আপাতত বাস্তবায়ন হচ্ছে না। তবুও তিনি আশা প্রকাশ করেছেন, ক্রিকেট রাজনীতি পেরিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় শুরু হবে।
আসন্ন এশিয়া কাপের আগে আক্রমের মন্তব্য ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই টুর্নামেন্টে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। প্রথম লড়াই হবে ১৪ সেপ্টেম্বর। যদি সুপার ফোরে দুই দল যোগ্যতা অর্জন করে, সেখানে আবার মুখোমুখি লড়াই হবে। ফাইনালে পৌঁছালে এশিয়া কাপেই তিনবার মুখোমুখি লড়াই হবে।
তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের মত কিছু ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার দাবি জানাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের অবস্থানও একই রকম। ফলে আপাতত ওয়াসিম আক্রমের স্বপ্নের পুনরাবৃত্তি অসম্ভব।

দীর্ঘ বিরতির পরও দুই দেশের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—কবে আবার ইতিহাস তৈরি হবে, কবে দুই দেশ মাঠে মুখোমুখি দাঁড়াবে। ওয়াসিম আক্রমের আশা যেমন সাড়া ফেলেছে ক্রিকেট বিশ্বে, তেমনই এটি তৈরি করেছে এক চমকপ্রদ উত্তেজনা।