বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পুলিশের বড়োসড়ো সফলতা

Published on: May 26, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মঙ্গলকোট থানার পুলিশের বড়োসড়ো সফলতা 24 কেজি গাঁজা, দুটি আমস, একটি পাইপগান ও 13 রাউন্ড গুলিসহ গ্রেপ্তার 3।মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নাকা চেকিং এর সময়, 24 কেজি গাজা দুটি পিস্তল একটি পাইপগান ও 13 রাউন্ড গুলি উদ্ধার করল মঙ্গলকোট থানার পুলিশ। আজ তাদের পাঠানো হলো কাটোয়া মহকুমা আদালতে। এদের দুজনের বাড়ি বিহার একজনের বাড়ি মঙ্গলকোটের কোটাল ঘোষ গ্রামে।

 

গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ গতকাল রাত্রে মঙ্গলকোটের লোচন দাস সেতুতে নাকা চেকিং শুরু করে।এরপর একটি গাড়ি থেকে 24 কেজি গাঁজা দুটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও তিনজনকে গ্রেপ্তার করে মঙ্গলকোট থানার পুলিশ।এদের একজনের নাম, পিন্টু কুমার ও টুনটুন কুমার । এই দুজনের বাড়ি বিহারের দানাপুর। আরেকজনের নাম রাজেশ শেখ। রাজেশের বাড়ি মঙ্গলকোটের কোটাল ঘোষ গ্রামে।

 

পুলিশ মহাকুমায় আদালতে 7 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেছে।এখন তদন্ত করে দেখবে এত পরিমাণ গাঁজা এবং এই অস্ত্রগুলো নিয়ে তারা কি উদ্দেশ্যে কোথায় যাচ্ছিল।এদের সঙ্গে আর কার যোগাযোগ রয়েছে , মূলত সেটিং খতিয়ে দেখার জন্য 7 দিনের পুলিশ রিমান্ডে মঙ্গলকোট থানার পুলিশ। যেহেতু গাঁজা উদ্ধার হয়েছে সেই কারণে দুটি পৃথক মামলা হয়েছে একটি নারকটিক ও অপরটি অস্ত্র আইন।

Join Telegram

Join Now