নেশনাল লেভেল এ প্রতিযোগিতায় ওড়িশি নৃত্য ও সেমি ক্লাসিক্যাল ডান্সসে প্রথম
পূর্ববর্ধমান জেলায় সহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ড বাবুরবাগ এলাকার বাসিন্দা প্রযুক্ত চক্রবর্তী থাইল্যান্ড থেকে নেশনাল লেভেল এ প্রতিযোগিতায় ওড়িশি নৃত্য ও সেমি ক্লাসিক্যাল ডান্সসে প্রথম পুরষ্কার ছিনিয়ে নিয়ে এলো
পূর্ববর্ধমান জেলায় সহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ড বাবুরবাগ এলাকার বাসিন্দা প্রযুক্ত চক্রবর্তী থাইল্যান্ড থেকে নেশনাল লেভেল এ প্রতিযোগিতায় ওড়িশি নৃত্য ও সেমি ক্লাসিক্যাল ডান্সসে প্রথম পুরষ্কার ছিনিয়ে নিয়ে এলো খুশি বর্ধমান জেলার মানুষ, মূলত ভারত সংস্কৃতি উৎসব এর তিনবারের প্রথম পুরস্কার পেয়েছিল সেই জায়গা থেকে সুযোগ পায় নেশনাল লেভেল এ প্রতিযোগিতায়
বিভিন্ন নৃত্য ক্যাটাগরির মধ্যে বর্ধমান জেলায় বেশিরভাগ জায়গা থেকেই মেয়েরা প্রথম পুরস্কৃত হলো নেশনাল লেভেল এ প্রতিযোগিতায় তারমধ্যে বর্ধমান শহরের এক ছাত্রী ইংলিশ মিডিয়ামের দ্বাদশ শ্রেণীর প্রযুক্ত চক্রবর্তী মা পাপিয়া চক্রবর্তী জানান নিত্য বাসা পেরণার শিক্ষিকা অমৃতা দাস এর সহযোগিতায় এই জায়গা পৌঁছেছেন এবং তার উৎসাহ যথাক্রমে বেড়েই চলেছে, ব্যক্তিগত এবং গ্রুপে থাইল্যান্ডে প্রথম স্থান অধিকার করেছে প্রযুক্ত চক্রবর্তী এর আলোরন দেখা দিয়েছে বর্ধমান শহর জুড়ে। বর্ধমান জেলার মুখ উজ্জ্বল করেছে
এই ছাত্রী, বাবুরবাগ এলাকার এই ছাত্রী থাইল্যান্ড থেকে পুরস্কার নিয়ে এসে শুধু তার মারের নাম উজ্জ্বল নয় বর্ধমান জেলার মানুষের নাম উজ্জ্বল করল, ছাত্রী প্রযুগতার দাদু প্রদ্যুৎ চক্রবর্তী জানান তার বাবা গত 9 বছর আগে দেহ ত্যাগ করার পর তার মা তার পাশে থেকে তার মনের বাসনা পূরণ করেন তাতেই তার মেয়ে এতটা এগিয়ে যাবার চেষ্টা ক্রমাগত বেড়েই চলেছে, বাবা হারানো মেয়ে প্রযুক্তা আজ ইন্টার্নেশনাল লেভেলএ থাইল্যান্ড থেকে পুরস্কার ছিনিয়ে আনলো বর্ধমান জেলার মানুষের জন্য, তাও একটি নয়, 2 টি ক্যাটাগরিতে দুইটি প্রথম পুরস্কার ওড়িশি নৃত্য এবং সেমি ক্লাসিক্যাল ডান্স, খুশি বর্ধমান বাসি