বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আগামী ৩০ এপ্রিল আংশিক সূর্য গ্রহণ, কোথা থেকে দেখা যাবে সূর্য গ্রহণ, জেনে নিন

Published on: April 27, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

আগামী ৩০ এপ্রিল ২০২২ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। বছরের প্রথম সূর্য গ্রহণ হলেও তা আংশিক সূর্যগ্রহণ। এরপর ১৬ মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হবে। ২০২২ সালে, মোট ৪টি গ্রহণ রয়েছে। যার মধ্যে ২টি সূর্যগ্রহণ এবং ২টি চন্দ্রগ্রহণ। ৪টি গ্রহণের মধ্যে ২টি গ্রহণ আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে চলেছে বলে জানা গিয়েছে।

চন্দ্র নিজ কক্ষে ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী অংশে এসে সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয় বা ছায়ার সৃষ্টি করে তখনই ঘটে সূর্য গ্রহণ। সূর্য পৃথিবী এবং চন্দ্রের কৌণিক দূরত্ব অনুসারে কখনও সূর্যকে পূর্ণ আড়াল করে, কখনও আংশিক। এই অনুসারে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস সূর্য গ্রহণ সংগঠিত হয়।৩০ এপ্রিল গ্রহণের সময়, পৃথিবী থেকে দেখা চাঁদের দ্বারা সূর্যের ডিস্কের ৬৪ শতাংশ ব্লক হয়ে যাবে বলে জানিয়েছে নাসা।

 

তবে বছরের প্রথম সূর্যগ্রহণকে আংশিক সূর্যগ্রহণ বলা যাবে না। কারণ চাঁদের দ্বারা সূর্যের ডিস্কের ৬৪ শতাংশ ব্লক হয়ে যাবে। চাঁদ, সূর্য এবং পৃথিবী একটি নিখুঁত সরলরেখায় সারিবদ্ধ হবে না। চাঁদ তার ছায়ার বাইরের অংশটুকুই পৃথিবীকে নিক্ষেপ করবে, যা পেনাম্ব্রা নামে পরিচিত। ভারতীয় সময় রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে সূর্য গ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী ভোর ৪:০৭-এ শেষ হবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বিকেল ৪:৪১ নাগাদ।

 

মোট তিন ঘণ্টা বাহান্ন মিনিট ধরে চলবে গ্রহণ। তবে ভারতবর্ষে এই সূর্যগ্রহণ দৃশ্য নয়। আমেরিকা, দক্ষিণ ও পশ্চিম আমেরিকা, ব্রাজিল ও আর্জেন্টিনা, প্রশান্ত মহাসাগর, আটল্যান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে। ২০২২ সালের পরবর্তী সূর্য গ্রহণ ২৫ অক্টোবর।

Join Telegram

Join Now