ধরা পড়লো ভুয়ো আইনজীবী
বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের ধরা পরল ভুয়ো আইনজীবী বার অ্যাসোসিয়েশন থানায় ভুয়ো আইনজীবী সুরজিৎ শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন
বাঁকুড়া বার অ্যাসোসিয়েশনের ধরা পরল ভুয়ো আইনজীবী বার অ্যাসোসিয়েশন থানায় ভুয়ো আইনজীবী সুরজিৎ শর্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবীকে পাকড়াও করে থানার হাতে তুলে দেয় বার অ্যাসোসিয়েশন
অ্যাসোসিয়েশনের দাবি ওই ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই নিজেকে আইনজীবী বলে পরিচয় দিচ্ছিলেন বিভিন্ন আদালতে তিনি কাজ করেন বলেও তিনি জানিয়েছেন। ওনার বাড়ি কলকাতার কসবায় সম্প্রতি কিছুদিন হলো তিনি বাঁকুড়ায় বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন তিনি
দুর্ঘটনা জনিত মামলার পরামর্শদাতা হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়াও আলিপুর জর্জ কোর্টের আইনজীবী ও তিনি বলে জানান এরপরই সন্দেহ জাগে বাঁকুড়া আইনজীবীদের মধ্যে এই সন্দেহের বসে খোঁজখবর নেয়া শুরু করে আইনজীবী মহল পরে জানা যায় তিনি ভুয়ো