রোগীর পরীক্ষা বাইরের ল্যাবে করানোর সুপারিশ /Recommend that the patient be tested at an outside lab

ক্ত পরীক্ষার জন্য ১৩ হাজার টাকা লাগবে বলেন । কিন্তু এত টাকা দেওয়া সম্ভব নয় বলে অনেক অনুরোধে আট হাজার টাকায় রক্ত পরীক্ষা করতে রাজি হয় ল্যাবের ওই ব্যক্তি।

বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব থেকে বিভিন্ন পরীক্ষার জন্য চিকিৎসকদের বিরুদ্ধে রোগীর পরীক্ষা বাইরের ল্যাবে করানো পাশাপাশি বাইরের ল্যাবের নাম সুপারিশ করার অভিযোগ সামনে এলো।ইতিমধ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল ছড়িয়ে পড়েছে ।বাইরে প্যাথলজি থেকে কমিশন পাওয়া চেষ্টা বলে দাবি করলো রোগীর পরিবারের পক্ষ থেকে ।

অভিযোগ জানানো হয়েছে হাসপাতালে সুপার এর কাছে। বাচ্চার রক্ত পরীক্ষার জন্য হাসপাতালের ডাক্তারবাবু বাইরে যে ল্যাবে টেস্ট এর জন্য ল্যাবের লোক ডেকে পাঠান তারা এসে রক্ত পরীক্ষার জন্য ১৩ হাজার টাকা লাগবে বলেন । কিন্তু এত টাকা দেওয়া সম্ভব নয় বলে অনেক অনুরোধে আট হাজার টাকায় রক্ত পরীক্ষা করতে রাজি হয় ল্যাবের ওই ব্যক্তি।

শিশুর কাকা শেখ জসিম উদ্দিন ল্যাবের ওই ব্যক্তিকে প্রথমে ২ হাজার টাকা দেন পরের দিন তাকে বাকি টাকা দেওয়ার কথা বলে কিন্তু পরের দিন ওই ল্যাব আরো বাড়তি টাকা দাবি করে ।হাসপাতাল সূত্রে জানা যায় রক্তের ওই পরীক্ষা বর্ধমান হাসপাতালে হয় না তাই বাইরে থেকে করানোর কথা বলা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *