বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

তীব্র গরম থেকে স্বস্তি মিলবে রাজ্যবাসীর, আগামী চার দিন রাজ্য জুড়ে বৃষ্টি ও উত্তরবঙ্গে শিলা বৃষ্টির পূর্বাভাস

Published on: April 30, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

অবশেষে বৃষ্টির আগমন বঙ্গে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। টানা চারদিন ধরে বৃষ্টিপাত হতে পারে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রে। তবে উত্তরবঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় হতে পারে। পূবালী হওয়ার কারণে তাপমাত্রা কমবে। সম্ভাবনা রয়েছে বৃষ্টির। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া সহ তাপমাত্রা কমবে দক্ষিণ বঙ্গের জেলা গুলোর। একইসঙ্গে কলকাতাতেও তাপমাত্রা কমবে। নামবে বৃষ্টি।

 

জানা গিয়েছে যে, আন্দামানে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী ৪ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলস্বরূপ গরমের তাপ প্রবাহ আরো খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে। তীব্র গরমে টেকা দায় হয়ে উঠেছিল রাজ্যবাসীর। তারি মাঝে আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাসে  কিছুটা হলেও স্বস্তি মিলবে আমজনতার। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় পারদ ৪ ডিগ্রির নামার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে রাজ্যে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

 

ইতিমধ্যেই উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। কিছুটা দেরিতে হলেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। দেখা মিলতে পারে কালবৈশাখীর। একইসঙ্গে বিক্ষিপ্ত শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমের জেলাগুলিতে শনিবার তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, এই পাঁচটি জেলায় তাপু প্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে এখনই কাটছেন না আদ্রতাজনিত অস্বস্তি।

Join Telegram

Join Now