আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ ডেপুটেশন

Published on: February 1, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

মোটর ভ্যান চালক দের ওপর পুলিশি জুলুমের প্রতিবাদে আজ পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ও পুলিশ সুপার এর উদ্দেশ্যে এক ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়ন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের নেতৃত্বের বক্তব্য,’ জেলার বিভিন্ন জায়গায় মোটর ভ্যান চালক দের ওপর পুলিশ অন্যায় ভাবে জুলুম করছে।

কখনো গাড়ি ভেঙ্গে দিচ্ছে, কখনো চালককে মারধর করছে, কখনো গাড়ি আটক করছে, আবার কখনো চালকদের কাছ থেকে মোটা টাকা জরিমানা নিচ্ছে। এতে গরিব মোটর ভ্যান চালকরা ভীষন সমস্যায় পড়ছে এবং রাস্তায় গাড়ি নিয়ে বের হতে তারা ভয় পাচ্ছে। অবিলম্বে এই জুলুম বন্ধের দাবিতে ডেপুটেশন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

Join Telegram

Join Now