ফাইনালে হবে অন্য খেলা বলেছিলেন  ফেরান্দো

বিরতির পরে মোহনবাগান কোচ কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন।

১৯ বছর আগে মোহনবাগান হার মেনেছিল  ২-১ গোলে। এক বিদেশির হাত ধরে চাকা ঘুরল এবার। দিমিত্রি পেত্রাতোস এর হাত ধরে ১-০ গোলে জিতে এবারের ডুরান্ড (Durand Cup Final 2023) চ্যাম্পিয়ন জুয়ান ফেরান্দোর মোহনবাগানই।মোহনবাগান মোট ১৭ বার সেরা হল।

গোলের আগে মোহনবাগান দশ জনে হয়ে যায়।যে খেলা খেলেছে কোচ ফেরান্দোর প্রশংসা করতেই হবে । ম্যাচের শেষ প্রায় ৩০ মিনিট দশ জনে খেলে মোহনবাগানের এই ডুরান্ড জয় লাল হলুদ বারবার  সবুজ মেরুনের জমাট রক্ষণের সামনে আটকে গিয়েছে। বিরতির পরে মোহনবাগান কোচ কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন।দুরন্ত গোল পেত্রাতোসের। একেবারে একক দক্ষতায় গোল করেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড।

বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের শটে বল জালে জড়ান। বল আটকানোর কেউ ছিল না ইস্টবেঙ্গলের।লিস্টন, মনবীর ও কামিন্সকে নামান ফেরান্দো।দলের পক্ষে জয়সূচক গোল করে ডার্বির ইতিহাসে স্থান করে নিলেন পেত্রাতোস ।খেলা যত গড়িয়েছে, ইস্টবেঙ্গল জাল বিস্তার করেছে, তবে শেষ হাসি মোহনবাগানের।গোলরক্ষক বিশাল কাইথ দুটি অব্যর্থ গোল বাঁচান। ফাইনালে হবে অন্য খেলা বলেছিলেন  ফেরান্দো।খেতাব জিতিয়ে বুঝিয়ে দিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *