বনধের সমর্থনে বর্ধমান শহরে মিছিল করল বামপন্থী সংগঠন গুলি

বনধের সমর্থনে বর্ধমান শহরে মিছিল করল বামপন্থী সংগঠন গুলি। বর্ধমানের জেলা সিপিএম কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে।
মিছিলে উপস্থিত ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী, রাজ্য প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার সহ জেলার বিভিন্ন বামপন্থী সংগঠনের নেতা কর্মীরা।
এই মিছিল থেকে বনধের সমর্থনে স্লোগান দেওয়া হয়। মিছিল থেকে দোকানপাট বন্ধ বা যানবাহন চলাচলে কোনরুপ বাধা দেওয়ার চেষ্টা হয়নি।