বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কেন্দ্র ২ লক্ষ টাকা পাঠাচ্ছে ! জেনে নিন বিস্তারিত

Published on: August 28, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

Govt Yojna নামক কোনও নম্বর থেকে এসএমএস এসেছে? তাতে লেখা, আপনার অ্যাকাউন্টে কেন্দ্র পাঠিয়েছে ২ লক্ষ ৬৭ হাজার টাকা! যদি এরকম কোনও মেসেজ আপনার কাছে আসে, তাহলে সেই এসএমএস-এ ক্লিক করার আগে পড়ুন এর বিষয়ে বিশদ।

এই মেসেজ পুরোপুরি ভুয়ো। কেন্দ্রীয় সরকার Govt Yojna নামক কোনও প্রকল্প শুরু করেনি।উল্লেখ্য, কেন্দ্র সরকারের ১৫ লক্ষ টাকা দেওয়ার বিষয়ে রাজনৈতিক তরজা বহু দিনের। সেই রাজনৈতিক তরজাকে কাজে লাগিয়ে বহু জালিয়াত ভুয়ো মেসেজ পাঠিয়ে মানুষকে বোকা বানিয়ে তাদের অ্যাকাউন্টের বিশদ তথ্য হাতিয়ে নিয়ে সব টাকা চুরি করে নেয়। তাছাড়া এসএমএস বা ই-মেলের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক পাঠিয়ে ফোন হ্যাক করার অভিযোগও উঠেছে বহাবার।

এই বিষয়ে পিআইবি একটি টুইট করে সবাইকে অবগত করে ভুয়ো এই এসএমএস থেকে সতর্ক করেছে। তাছাড়া এই বিষয়ে সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমেও বিবৃতি জারি কেছে পিআইবি। সরকারের সঙ্গে যুক্ত কোনও খবর ভুয়ো কি সঠিক, তা জানতে PIB Fact Check-এর সাহায্য নিতে পারেন। এর জন্য [email protected]এ মেল পাঠাতে পারেন বা ৯১৮৭৯৯৭১১২৫৯ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন।

Join Telegram

Join Now