ফুটবল খেলতে এসে ফেরা হল না আর বাড়ি
ফুটবল টুর্নামেন্টে ফুটবল খেলতে এসে মৃত্যু এক ফুটবল খেলোয়াড়ের কান্দিতেবৃহস্পতিবার
ফুটবল টুর্নামেন্টে ফুটবল খেলতে এসে মৃত্যু এক ফুটবল খেলোয়াড়ের কান্দিতেবৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দির হাজরা পড়ার পরিচালনায় কান্দি বাণীসংঘ মাঠে একদিনের একটি ডে নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল,
এই ফুটবল টুর্নামেন্টে তারাপীঠ ফুটবল টিমের সঙ্গে নরেন্দ্রনাথ পাঠ চক্রের খেলার মাঝে বিরতির সময় তারাপীঠ ফুটবল টিমের এক সদস্য মঙ্গল সোরেন অসুস্থ হয়ে পড়ে। কমিটির সদস্যরা অসুস্থ খেলড়ার কে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই খেলোয়াড়ের। মৃত ওই ফুটবল খেলোয়াড়ের বাড়ি বীরভূম জেলার তারাপীঠ বলে জনা গিয়েছে ।
ঘটনার খবর পেয়ে কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমার হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়েছে টুর্নামেন্টের সমস্ত খেলা।