বিশ্বভারতী ছাতিমতলা বেদী ভেঙ্গে পড়ল।

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা 'প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি'লেখা বেদিটি দুটি শাল গাছের ডাল ভেঙ্গে পড়ে বেদীর উপর

শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী ছাতিমতলা ‘প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি’লেখা বেদিটি দুটি শাল গাছের ডাল ভেঙ্গে পড়ে বেদীর উপর এবং সম্পূর্ণ ভেঙে যায়। এর আগে রক্ষণাবেক্ষণের অভাবে প্রাচীন বটবৃক্ষ উপরে গিয়ে ঐতিহ্যবাহী ঘন্টাতলা ভেঙ্গে গিয়েছিল।

১৯৪১সালের ৭ই আগস্ট প্রয়াত হয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। কিন্তু এই ছাতিমতলা তে রয়েছে গুরুদেবের অসংখ্য স্মৃতিবিজড়িত। ৭ই পৌষ মেলা থেকে শুরু করে, ২৫শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী, ২২শে শ্রাবণ এই বিশেষ দিনগুলোতে ছাতিমতলা তে উপাসনা হয়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এই ছাতিমতলা সংস্কার করবে এটিকে ঘিরে রাখা হয়েছে।

শাল গাছের ডালের আঘাতে ভেঙ্গে গুড়িয়ে গেছে ওই বেদি। গাছের তলায় চাপা পড়ে আছে সেই ফলক যেখানে লেখা আছে’তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন সময়ে এখানে উপাসনা বৈদিক মন্ত্র পাঠ ও বিশ্বভারতী নানা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *