বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বামগ্রেস দুষ্কৃতিকারীরা বিজেপি কার্যকর্তাদের গাড়ী চাপা দিয়ে খুন করা চেষ্টা

Published on: March 13, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

শাহিনুর চৌধুরী,বিশালগড়-রাজ্যের ২০২৩ বিধানসভা নির্বাচনে ফলাফলের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় শান্ত পরিবেশকে অশান্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে সমাজের দাগী কিছু সমাজদ্রোহীরা এবং দুষ্কৃতিকারীরা।বিশেষ করে বিশালগড় বিধানসভায় এই সব দাগী দুষ্কৃতিকারীরা বেশি সক্রিয় হয়ে উঠেছে।০২ মার্চ ফলের পর থেকে বামগ্রেস কিছু দাগী সমাজদ্রোহীরা, বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রশ্চিমাংশ দূর্গানগর বাজারস্হিত বিজেপির কয়েকজন কার্যকর্তা প্রদীপ দও,অজিৎ দাস, পল্টু দাসকে গাড়ী চাঁপা দিয়ে খুন করার চেষ্টা চালায় বলে অভিযোগ ।

বিজেপি কর্মকর্তারা অল্পেতে প্রানে বাঁচলেও প্রছন্ড ভাবে আহত হয়।পথ চলতি মানুষ দেখতে পেয়ে তড়িঘড়ি করে তাদের হাসপাতালে নিয়ে আসে।পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি রেফার করা হয়।আজ হাসপাতাল থেকে কার্যকর্তারা বাড়ীতে এলে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুশান্ত দেব, আক্রান্ত কর্মীদের বাড়ী ছুটে গিয়ে তাদের সমবেদনা জানায় এবং দাগী সমাজদ্রোহীদের শাস্তি আবেদন করেন।

Join Telegram

Join Now