আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: January 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

রক্তের দিয়ে সুস্থ থাকুন, মনের ভ্রান্তি দূরে রাখুন। বর্তমান পরিস্থিতি রক্তের ভাঁড়ারে পড়েছে টান। যে কারণে বহু মুমূর্ষ রোগীকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বড়শুলের ৬২টি ক্লাব সংগঠন, এনজিও, দুর্গা পুজো কমিটি, ছট কমিটির যৌথ উদ্যোগে গঠিত বড়শুল ক্লাব অ্যাসোসিয়েশনের।

বুধবার বড়শুল উৎসব মঞ্চের নিকট ডিএফসিসি ক্লাব প্রাঙ্গণে বড়শুল ক্লাব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের ভ্রাম্যমাণ এসি ভলভো বাসে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোভিড বিধি মেনে এদিনের এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্তদাতার রক্তদান করেন।

এদিনের সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল হাতে তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক পঞ্চায়েত সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অরুণ গোলদার ও বড়শুল কিশোর সংঘের সাধারণ সম্পাদক পার্থ ঘোষ, সহ আরও অন্যান্য সদস্য সদস্যারা।

Join Telegram

Join Now