35 দিনে মোটা টাকা ইনকাম কোয়েল চাষ করে
30 থেকে 35 দিনের মধ্যে, কোয়েল 180 থেকে 200 গ্রাম হয়ে যায়।কোয়েলের মাংসের বেশ চাহিদা রয়েছে বাজারে।একটি কোয়েল সহজেই ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ভালো পদ্ধতিতে কোয়েল চাষ করলে বছরে লক্ষাধিক টাকা লাভ করা যায়।
গ্রামীণ এলাকায় খুব জনপ্রিয় হয়ে উঠছে কম খরচে অত্যন্ত লাভজনক ব্যবসা কোয়েল পালন। কৃষকরা কোয়েল পালন থেকে মাত্র 30 থেকে 35 দিনের মধ্যে মোটা টাকা ইনকাম করতে পারে।পোল্ট্রি ফার্মের চেয়ে কোয়েল চাষ অনেক সস্তা ব্যবসা। মুরগির রক্ষণাবেক্ষণে একটু কষ্ট করতে হয়, কিন্তু কোয়েল পালনে তা হয় না।
জায়গা কম,ওজন কম, ছোট আকার,খাবার কম ব্যবসায় বিনিয়োগও অনেক কম।কোন ব্যক্তি কোয়েল পালন করতে চান তাকে সরকারের কাছে LICENCE নিতে হবে। 50 হাজার টাকায় 1000টি কোয়েলের খামার করে প্রতি মাসে সহজেই 20 থেকে 25 হাজার টাকা আয় করা যায়।বছরে ৩০০টি ডিম পাড়ার ক্ষমতা রয়েছে স্ত্রী কোয়েলের।
30 থেকে 35 দিনের মধ্যে, কোয়েল 180 থেকে 200 গ্রাম হয়ে যায়।কোয়েলের মাংসের বেশ চাহিদা রয়েছে বাজারে।একটি কোয়েল সহজেই ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়। ভালো পদ্ধতিতে কোয়েল চাষ করলে বছরে লক্ষাধিক টাকা লাভ করা যায়।