সচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ
পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত আমড়া ল্যাংচা বাজারে বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস-এর উপস্থিতিতে কোভিড বিধি মেনে চলার বার্তা দেওয়া হয় এবং সচেতন করা হয়। এমনকি যাত্রীবাহী বাসে উঠে সকলকে সচেতন করা হয় ও সবাই মাস্ক পড়ছে কিনা সে বিষয়ে দেখা হয় এবং যাদের মাস্ক ছিল না তাদেরকে মাস্ক পড়িয়ে দেওয়া হয়।
পাশাপাশি কড়া ভাষায় বলা হয় সকলে মাস্ক ব্যবহার করুন এবং ভালো থাকুন। এরপরেও কোভিড বিধি মেনে না চললে কঠোর ব্যবস্থা নেবে। এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, শক্তিগড় থানার ওসি কুনাল বিশ্বাস, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুন্ঠপুর ১নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান, আমড়া ল্যাংচা ব্যাবসায়ী কল্যান সমিতির কয়েকজন সদস্য সহ আরও অনেকে।