বৃষ্টি না হওয়ায় ধুমধামে ব্যাঙের বিবাহ দিলেন গ্রামবাসীরা

এখনও চাষের কাজ শুরুই করতেই পারেননি কৃষকরা

বৃষ্টি না হওয়ায় ধুমধামে ব্যাঙের বিবাহ দিলেন চাষাবাদী গ্রামবাসীরা সম্প্রীতি বৃষ্টির অভাবে এখনও চাষের কাজ শুরুই করতেই পারেননি কৃষকরা। তাই বৃষ্টির কামনা চেয়ে ব্যঙের বিবাহ দিলেন গ্রামবাসীরা।ঘটনাটি পূর্ব বর্ধমান  আউশগ্রামের ভোতা গ্রামের।

 

শনিবার রাতে ব্যঙের বিয়ের আয়োজন করা হয়। শাস্ত্র মেনে বিয়ে হয় দুটি ব্যাঙের। ছিল ভোজের আয়োজনও। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেওয়ার প্রথা অতীতে ছিল,তা আজও বহমান। বৃষ্টির অভাবে সেই পুরানো প্রথায় ফিরে যান আউশগ্রামের ভোতা গ্রামবাসীরা।

 

কার্যতঃ পূর্ব বর্ধমান জেলায় এবছর সেরকম বৃষ্টি হয়নি কিংবা হচ্ছে না, সেই কারণে যথেষ্ট কপালে চিন্তার ভাঁজ পড়ে চাষাবাদী কৃষকদের মধ্যে,তাই প্রাচীনকালের নিয়ম অর্থাৎ প্রথা মেনে ব্যাঙের বিবাহ দিলেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *