দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে আস্থা সরকার

রাজ্যের গণ্ডি কাটিয়ে এবার দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে এ শ্যামনগর পিরতলার বাসিন্দা আস্থা সরকার।

শ্যামনগরের ‘আস্থা’। রাজ্যের গণ্ডি কাটিয়ে এবার দেশের ডান্স ট্যালেন্ট কম্পিটিশনে মুখ উজ্জ্বল করতে চলেছে এ শ্যামনগর পিরতলার বাসিন্দা আস্থা সরকার। ভাটপাড়া পুরসভার অন্তর্গত শ্যামনগর পীরতলায় এলাকার বাসিন্দা সজল সরকারের মেয়ে আস্থা জায়গা করে নিয়েছে ইন্ডিয়া গট ট্যালেন্টের মঞ্চে। মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ২০০ জন প্রতিনিধির মধ্যে ১৬ জন প্রতিনিধি কে বাছা হয়েছিল।

যেখানে জায়গা করে নিয়েছে আস্থা সরকার। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে উৎসবের মেজাজ। মেয়ের এই সাফল্যে আস্থার পরিবারের সদস্যরা জানালেন, দু’বছর বয়স থেকে এই নাচের প্রতি আগ্রহ ছিল আস্থার। সেই প্রতিভাকে ধরে রেখেই আজও নিজের জায়গা তৈরি করে নিয়েছে। তবে তারা এও জানাচ্ছেন, এখনো ওর অনেক পথ চলা বাকি।

সকলের আশীর্বাদ ও ভালোবাসায় আস্থা যাতে আরো সাফল্য পায় সেই কামনাই করি। তবে জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের মেয়ের এই সাফল্যের খবরে খুশি বিধায়ক সোমনাথ শ্যামও। তিনি বলেন, ইন্ডিয়া গট ট্যালেন্ট ডান্স প্রতিযোগিতায় আমাদের বিধানসভার মেয়ে জায়গা করেছে, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আমি চাই সবাই ওর পাশে থাকুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *