সাধারণ মানুষকে এলার্ট ও হাওয়া অফিসের পূর্বাভাসের প্রতি নজর রাখার আবেদন
২০মার্চ, সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেএবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।
বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান দক্ষিণবঙ্গে আজ শুধু সুন্দরবনে ঝড় বৃষ্টি হবে। আজ এবং আগামীকাল বৃহস্পতিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হবে। ১৭ই মার্চ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে ।সাথে শিলাবৃষ্টি ও বিক্ষিপ্তভাবে হতে পারে ।
উত্তর বঙ্গে আজ ও কাল দার্জিলিং, কালিংপং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে শিলা বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হবে । সাথে হবে লাইটনিং । বৃষ্টির সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে।দক্ষিণবঙ্গে ১৮-১৯ মার্চ শনি ও রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে ।২০মার্চ, সোমবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেএবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে।
বজ্রপাত কোথায় হবে অগ্রিম সেটা জানানো হবে হাওয়া অফিস থেকে।কালবৈশাখীতে বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। সাধারণ মানুষকে এলার্ট ও হাওয়া অফিসের পূর্বাভাসের প্রতি এই কদিন নজর রাখার আবেদন করা হয়েছে।