৪ বছর পর ৫০ ওভার ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই দল

হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে।

ভারত বনাম পাকিস্তান  মানেই হাই ভোল্টেজ ম্যাচ।৪ বছর পর ৫০ ওভার ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই দল।ভারত এশিয়া কাপ ২০২৩ মুখোমুখি  পাকিস্তানের।এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে ভারতীয় দল।রোহিত শর্মার সেঞ্চুরি গতবার পাকিস্তানকে খেলার বাইরে করে দেয়। চোট থেকে ফিরে আসা কেএল রাহুল পুনরায় চোট পেয়ে প্রথম দুই ম্যাচের জন্য দলের বাইরে।পাল্লেকেলে স্টেডিয়ামের পিচ ব্যাটাররা স্বাচ্ছন্দ্য বোধ করবে।স্পিনাররা পারফরম্যান্স করলে অবাক হওয়ার কিছু থাকবে না।পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম প্রথম ইনিংসের গড় ২৫০ এবং দ্বিতীয় ইনিংসের গড় ২০২।দ্বিতীয় ব্যাট করা দল ২০ টি ম্যাচে জয়লাভ,প্রথম ব্যাট করা দল ১৫ টি ম্যাচ জিতেছে।

শনিবার ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ এর পাকিস্তান বনাম ইন্ডিয়া এশিয়া কাপ ২০২৩ ম্যাচটি ।ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় বিকাল ৩টায়। শনিবার আবহাওয়া দিনের বেলা ২৭ ডিগ্রি সেলসিয়াস হবে এবং রাতে ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।দিনে বৃষ্টির সম্ভাবনা ৯০% ।হাই ভোল্টেজ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে।

স্টার স্পোর্টস স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস, স্টার স্পোর্টস ২, সিলেক্ট ১ এইচডি, স্টার স্পোর্টস ২ এইচডি-তে সরাসরি এশিয়া কাপ ২০২৩ ম্যাচ সম্প্রচার করবে।

ভারতীয় দলের সম্ভব্য একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল,বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, সূর্যকুমার যাদব,হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা,কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *