বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

আনন্দ বার্তা শারদ সম্মানে বিভিন্ন বিভাগে মোট 16টি পুরস্কার দেওয়া হল

Published on: October 28, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান জেলার একমাত্র টিভি চ্যানেল আনন্দ বার্তা প্রতি বারের ন্যায় এবারও জেলা জুড়ে শারদ সম্মানের আয়োজন করেছিল।15 তম বর্ষ তে জেলার সেরা পুজো মণ্ডপ কে 50000 টাকা ক্যাশ এবং সেরা মণ্ডপ,সেরা প্রতিমা,সেরা থিম,সেরা আলো কে 10000 টাকা ক্যাশ প্রাইজ এর সাথে বিশাল ট্রফি এবং মানপত্র তুলে দেওয়া হয়।

প্রতি বারের ন্যায় নয়ন এর পক্ষ থেকে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়।বিভিন্ন বিভাগে মোট 16টি পুরস্কার দেওয়া হয় এবারে। হলিরক স্কুল এবং বেঙ্গল ক্যান্সার ফাউণ্ডেশন এর নিবেদনে এবারে জমজমাট ছিল আনন্দ বার্তা শারদ সম্মান।বিশেষ সহযোগিতায় ছিল DUTTA REALTORS,ABG PATHOSCAN CENTER,DIPLOMATE NURAING HOME, উত্তরা হাট,EX SERVICE MAN SEQURITY SERVICE,THE BENGAL STAR RESTURANT,PEARL HOTEL.

প্রতিবারের ন্যায় এবারও কলকাতা থেকে দুই অভিনেতা অভিনেত্রী জয়দেব ধর,পূজা মজুমদার আসেন বিচারক হিসেবে।এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবারের ন্যায় হলিরক স্কুলের কর্ণধার স্বর্ণভ সাক্সেনা।সি এ বির স্কোরার চন্দন দা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন সুদীপা,সহযোগী ছিলেন অনুরাধা এবং অনুশ্রী।ক্যামেরায় ছিলেন রনি,শোভন এবং তন্ময়।

পঞ্চমীর দিন বিচার এবং সপ্তমীতে রেজাল্ট।জেলার সেরার সেরা নির্বাচিত হয় বাজেপ্রতাপ পুর ট্রাফিক কলোনি,সেরা প্রতিমা তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘ,সেরা মণ্ডপ সবুজ সংঘ,সেরা থিম বিবেকানন্দ সেবক সংঘ,সেরা আলো সর্বমিলন সংঘ।এছাড়াও ঘোড়দর চটি ,পদ্মশ্রী সংঘ, চৌরঙ্গী ক্লাব, জোড়া মন্দির, মাতৃ সংঘ, খরগোেশ্বর পল্লী, বেলপুকুর কিশোর সংঘ বিভিন্ন বিভাগে পুরস্কার জিতে নেয়।

আবাসনের সেরা পুজো ন্যাচারাল সিটি গ্রীন পার্ক, দ্বিতীয় রেনেসাঁ বিআরটিসি ডব্লিউএ, তৃতীয় উদয়ন এবং বিশেষ পুরস্কার ন্যাচারাল সিটি জিতে নেয়।আনন্দ বার্তার অন্যতম কর্ণধার পম মোহন্ত এবং হলিরক স্কুলের কর্ণধার অনিরুদ্ধ সাক্সেনার স্মৃতিতে ট্রফি তুলে দেওয়া হয় পুজো কমিটি গুলিকে।

Join Telegram

Join Now