ট্রাকে ভয়াবহ আগুন
বুধবার পূর্ব বর্ধমান জেলার গলসির ১৯নম্বর জাতীয় সড়কে নামি কোম্পানির ট্রাকে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গলসি এলাকায়
বুধবার পূর্ব বর্ধমান জেলার গলসির ১৯নম্বর জাতীয় সড়কে নামি কোম্পানির ট্রাকে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো গলসি এলাকায়।
ভয়াভহ এই অগ্নিকাণ্ডে গাড়িটির সামনের অংশ পুরে ছাই হয়ে যায় অল্পের জন্য রক্ষা পায় গাড়ির চালক ও খালাসি।বেশ কিছুক্ষন যানবাহন চালাচল বন্ধ হয়ে যায় ।
গলসি থানার পুলিশ ও দমকলের একটি ইজ্ঞিন ছুটে আসে ,তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।