নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে তৃণমূলের নেতা মুকুল রায়ের ফের বিজেপিতে যোগদান ঘিরে
নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস

নিয়োগ দুর্নীতি সহ একাধিক ইস্যুতে ঘরে বাইরে চাপের মুখে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এরমধ্যেই নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে তৃণমূলের নেতা মুকুল রায়ের ফের বিজেপিতে যোগদান ঘিরে। এই আবহের মধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নৈহাটি পাওয়ার হাউজ মোড়ে এক প্রতিবাদ মিছিল করে বিজেপি নেতৃত্ব।
যেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা শীলভদ্র দত্ত, জেলা বিজেপি সাধারণ সম্পাদক আবিষ্কার ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ। মুকুল রায়ের দিল্লি সফর নিয়ে বলতে গিয়ে শিলভদ্র দত্ত জানান, উনি কেন দিল্লি গেছেন জানিনা। প্রতিদিন লাখো লাখো মানুষ দিল্লি যান। কটক্ষের সুরে তিনি বলেন, বিজেপির টিকিটে জিতে উনি বিধায়ক হয়েছিলেন।
তারপরে তৃণমূলে ফিরে যান। বাংলার সব মানুষ জানি উনি তৃণমূল করেন কিন্তু শুধু বিধানসভার স্পিকারই জানেন না উনি কোন দল করেন। মুকুল রায় কোন দল করেন সেটা উনি আর ওনার ছেলেই বলতে পারবে। মুকুল বাবুর ছেলে শুভ্রাংশুকে কটাক্ষ করেও তিনি বলেন, শুভ্রাংশু বাচ্চা ছেলে। রাজনীতিতে অভিজ্ঞতা কম। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যেত না, তেমনি মুকুল রায় না থাকলে রাজনীতিতে শুভ্রাংশু রায়ের নামও শোনা যেত না।