বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমানে চলন্ত বাসে পাঁচ লক্ষ টাকা উধাও এক ব্যবসায়ীর

Published on: October 18, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

চলন্ত বাস থেকে পাঁঁচ লক্ষ টাকা উধাও বাসযাত্রীর। পেশায় কাপরের পাইকারি ব্যবসায়ী গলসির মিঠাপুর গ্রামের বাসিন্দা শ্যামল কুমার সাঁই আজ সকালে গলসি থেকে নবদ্বীপ যাচ্ছিলেন তার ব্যবসার পাঁচ লক্ষ টাকা নিয়ে। যাবার পথে অন্য একটি কাজে বর্ধমানে নেমে একটি টাউন সার্ভিস বাসে তিনি কার্জনগেট যাবার উদ্দেশ্যে চাপেন।

কার্জনগেটে নামা মাত্র তিনি দেখেন তার বাগের চেন খোলা,এবং ব্যাগের ভিতরে থাকা পাঁচ লক্ষ টাকা গায়েব। তার সন্দেহ স্টেশন থেকে কার্জনগেটের মাঝে বাসে ভিড় থাকার সু্যোগে তার টাকা গায়েব করেছে কোন অসাধুব্যক্তি। বর্ধমান থানায় এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন শ্যামল বাবু

Join Telegram

Join Now