বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমান পৌরসভার উদ্যোগে কার্জন গেটের সৌন্দর্যায়নের কাজ শুরু হলো

Published on: September 23, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমানের ঐতিহ্য কার্জন গেট বহুদিন ধরে অন্ধকারে ডুবেছিল । বর্ধমান পৌরসভার নতুন বোর্ড ঘোষণার দুইদিন পর কার্জন গেট পরিদর্শন করেছিলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলী । সাধারণ মানুষের অভিযোগ পাওয়ার পরেই দুইদিনের মধ্যে আলোকিত হয়েছিল বর্ধমান কার্জন গেট ।

ওইদিনই পৌরসভা প্রশাসক আইনুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখন এই লাইট লাগানো হচ্ছে কিন্তু এই পরবর্তীকালে পুজোর আগে পর্যন্ত কার্জন গেট কে ঢেলে সাজানো হবে এবং রং করা হবে পার্মানেন্ট ভাবে ।

আজ দেখা গেল প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন বর্ধমান পৌরসভার প্রশাসক মন্ডলী । ইতিমধ্যেই আজ থেকে কাজ শুরু হয়ে গেল বর্ধমানের কার্জন গেট এর কাজ । বর্ধমান এলাকাবাসী গৌরব সমাদ্দার জানান বহুদিন ধরে এই কার্জন গেট অন্ধকারে ভুগছিল । বর্ধমান পৌরসভা প্রশাসক মন্ডলী ঘোষণার পর থেকে দেখা গেল কার্জন গেট আলোয় আলোকিত এবং আজও দেখা যাচ্ছে বাঁশ-বেঁধে কাজ শুরু হয়ে গেল বর্ধমান কার্জন গেট ।

তিনি আরো জানান বর্ধমান পৌরসভার প্রশাসকের কাছে আবেদন যেভাবে কাজ করছেন বর্ধমান বাসির জন্য গর্ব এবং ব্যক্তিগত আমাদের একটি আবেদন যে সমস্ত হোডিং লাগানো আছে জানো কার্জন গেট আড়াল না হয়ে যায় এই আবেদন রাখেন এলাকাবাসী বর্ধমান পৌরসভার কাছে ।

Join Telegram

Join Now