লক্ষীর ভান্ডারে ফ্রম তুলতে এসে অসুস্থ একাধিক মহিলা।
রাজ্যে সরকারের লক্ষী ভান্ডারের ফ্রম তুলতে এসে তীব্র রোদ গরমে অসুস্থ হয়ে পরেন একাধিক মহিলা।অসুস্থ মহিলাকে প্রাথমিক সুস্থতা করে বাড়ি নিয়ে জান সিভিক ভলেনটিয়া।
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গৃহবধূদের কথা ভেবে লক্ষী ভান্ডারের সূচনা করেন।লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে জেনারেল কাস্ট মহিলাদের দেওয়া হবে পাঁচশো টাকা। সিডুল কাস্ট মহিলাদের দেওয়া হবে ১হাজার টাকা করে।
সকাল থেকেই লক্ষীর ভান্ডারে ফ্রম তুলতে তীব্র ভীর ছিলো বর্ধমান রাজগঞ্জ হোমিয় পাথি কলেজে সকাল থেকেই তীব্র রোদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর লক্ষির ভান্ডারের ফ্রম তুলতে এসে বর্ধমান রাজগঞ্জ হোমিয় পাথি কলেজে অসুস্থ হয়ে পরেন একাধিক মহিলা।অসুস্থ মহিলাকে প্রাথমিক সুস্থতা করে বাড়ি নিয়ে জান কর্মরত সিভিক ভলেনটিয়ার।