বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

জলপাইগুড়ি শহরে অক্সিজেন কনসেনট্রেটর তৈরী হওয়ায় খুশি শহরবাসী

Published on: July 12, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

জলপাইগুড়ি : সুরোজিৎ দে – প্রত্যন্ত জেলা শহর থেকে অক্সিজেন কনসেনট্রেটর তৈরী হওয়ায় খুশি শহরবাসী। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার ইন্টিগ্রেটেড ফায়ার প্রোটেকশন প্রাইভেট লিমিটেড এর ফ্যাক্টরিতে এই অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে তাক লাগিয়েছেন সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর অনুজিৎ কুমার মুখার্জি।

এদিন জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার ইন্টিগ্রেটেড ফায়ার প্রোটেকশন প্রাইভেট লিমিটেড এর ফ্যাক্টরিতে এই অক্সিজেন কনসেনট্রেটর এর উদ্বোধন করেন শহরের শিল্পপতি পুরজিৎ বক্সি গুপ্ত। এদিনে সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর অনুজিৎ কুমার মুখার্জি জানান জলপাইগুড়ি শহর থেকে কেন অক্সিজেন কনসেনট্রেটর তৈরী হবে না এটা মাথায় ঘুরছিল।অক্সিজেনের চাহিদা এই কোরনা কালে বেড়েছে।তাই থেকে স্বপ্ল মুল্যে এই অক্সিজেন কনসেনট্রেটর বানানো হয়েছে।মাত্র ২৯৯৯৯ টাকায় আমরা এই প্রোটেবল অক্সিজেন কনসেনট্রেটর দেব।যাতে করে সবাই এর লাভ উঠাতে পারে।আমরা ভবিষ্যতেও সৌর চালিত ও ব্যাটারি চালিত অক্সিজেন কনসেনট্রেটর বানাব।

Join Telegram

Join Now