নির্বাচনের আগে তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি, বিজেপির দুষ্কৃতিরাই হামলা চালিয়েছে দাবি প্রধানের। অভিযোগ অস্বীকার বিজেপির, ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানার রামনগর টু গ্রাম পঞ্চায়েত এলাকায়। সূত্রের খবর, নদীয়া রানাঘাট থানার রামনগর টু গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের বাসিন্দা সুজিত জোয়াদ্দার।বর্তমানে তিনি রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান।অভিযোগ গতকাল গভীর রাতে তিনি যখন বাড়িতে ছিলেন হঠাৎ গুলির আওয়াজ শুনতে পাই।তিনি দরজা খুলে দেখেন কয়েক জন দুষ্কৃতী বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। তারপরেই আবার এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর ভয়ে দরজা আটকে ঘরে বসে থাকে প্রধান।

গুলি চালানোর পর দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে গেলে গুলির আওয়াজে এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। এরপর খবর দেয়া হয় রানাঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে গুলির একটি খোল উদ্ধার করে। প্রধান সুজিত জোয়াদ্দারের দাবি, রাজনৈতিক কারণেই বিজেপির দুষ্কৃতীরা তার ওপর হামলা করার চেষ্টা করেছে। কারণ এখানে শান্তি এবং শৃঙ্খলার মধ্যে দিয়ে তৃণমূল দলটা করে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার কারণেই অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। যদিও প্রধানের তোলা অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর ফলেই এই ঘটনা।যদিও অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
