বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দাঁতনে শুভেন্দু অধিকারীর পাল্টা- মিছিল ও পথসভা তৃণমূল কংগ্রেস এর

Published on: December 28, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

দাঁতনে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কর্মসূচির ২৪ ঘন্টার মধ্যে পাল্টা কর্মসূচি নিলো তৃণমূল। রবিবার বিজেপির আয়োজনে মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সোমবার বিকেলে তার প্রতিবাদ জানাতে পাল্টা মিছিল ও পথসভা করে দাঁতন ১ ব্লক তৃণমূল কংগ্রেস।এদিন এই মিছিলে পা মেলান প্রায় ২০ হাজার কর্মী সমর্থক। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অজিত মাইতি সহ একাধিক বিধায়ক ও তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

 সভায় দেবাংশু ভট্টাচার্য নাম  করে শুভেন্দু অধিকারী কে এবং বিজেপিকে আক্রমণ করে বলেন বিধানসভা নির্বাচনে দুই মেদিনীপুর জেলায় বিজেপি সাড়ে ৩ টে সিট বার করতে পারবে না। রাজনীতি আমরা পাল্টাতে পারি নি l  কারন আমরা নেত্রীর শিক্ষায় শিক্ষিত l শুভেন্দু অধিকারী অমিত শাহের পায়ে মাথা লুটিয়ে দিয়েছে lদেবাংশু ভট্টাচার্য বলেন গুজরাটি ভাইদের পায়ে কেউ মাথা নোয়ালে মেদিনীপুর তাকে প্রত্যাক্ষান করে lশুভেন্দু কে সরাসরি আক্রমণ করে বলেন আপনার বাবা ভাই সবাই তৃণমূল করে..শান্তিকুঞ্জের বাড়িতে থাকতে লজ্জা করছে না?

Join Telegram

Join Now