বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

দুর্ঘটনায় ঘুরল গোড়ালি, আশঙ্কায় এভার্টনের মিডিওর কেরিয়ার

Published on: November 12, 2019
---Advertisement---

Join WhatsApp

Join Now

ঘুরে গিয়েছে পা-এর গোঁড়ালি। রক্তমাখা মাঠেই যন্ত্রণায় কাতরাচ্ছেন।
কান্নায় ভেঙে পড়েছেন বিপক্ষের খেলোয়াড়। দর্শাকাসনে বসা সমস্ত দর্শকদের চোখে ভয়।
রবিবার ইপিএলে টটেনহ্যাম বনাম এভার্টনের বিরুদ্ধে ম্যাচে এমনই এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী রইল গডিসন পার্কের স্টেডিয়াম।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ডেলে আলির গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। এই গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে এভার্টনের খেলোয়াড়রা।
 দফায় দফায় আক্রমনও শানাতে শুরু করেছিল এভার্টনের খেলোয়াড়রা।

আশঙ্কায় এভার্টনের মিডিওর কেরিয়ার

৭৮ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেজ লেফ্ট উইং ধরে টটেনহ্যামের বক্সের দিকে এগোনোর সময় পেছন থেকে ট্যাকেল করেন সন। সামেন দিক দিয়ে বাধা দেন ১৭ নম্বর জার্সি ধারী সিসোকো।
কোরিয়ান গোলমেশিন সন-এর ট্যাকেলের পর গোমেজের ল্যান্ডিং সঠিক না হওয়ায় পায়ের গোঁড়ালি ঘুড়ে যায়। মাঠে দেখা যায় রক্ত।
সেই দৃশ্য থেকে ভয় পেয়ে যান সন সহ মাঠে থাকা বাকি খেলোয়াড়রা। কান্নায় ভেঙে পড়েন কোরিয়ান মিডিও।
ঘটনার জেরে রেড কার্ড দেখানো হয় তাঁকে। পুনরায় খেলা চালু হলে শেষ ৭ মিনিট অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরান সেঙ্ক তুসো।     

আশঙ্কায় এভার্টনের মিডিওর কেরিয়ার,প্রিমিয়ার লিগের ইতিহাসে দুর্ঘটনা

যদিও সন-কে রেড কার্ড দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন বহু খেলোয়াড়।
এ বিষয়ে প্রিমিয়ার লিগের অফিশিয়ালের তরফে জানানো হয় যে, ভবিষ্যতে কোনও খেলোয়াড়ের এমন পরিস্থিতির মধ্যে না পড়তে হয়। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেইমারের বিরুদ্ধে আঘাতের থেকে বড় দুর্ঘটনা এটি।
সেবার কোমড়ে চোটের পরেই ফুটবলে ফিরে এসেছিলেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার কিড।
তবে পর্তুগিজ মিডিও এই দুর্ঘটনার পর পুনরায় ফুটবল জগতে ফিরে আসতে পারবে কি না প্রশ্ন রয়েছে।

Join Telegram

Join Now