বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

গাজোল উৎসব ও সিধু-কানু মেলা ২০২০

Published on: January 3, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

                                                     দেবাশীষ পাল -মালদা:

গাজোল পঞ্চায়েত সমিতি এবং গাজোল উৎসব কমিটি ২০২০ এর পরিচালনায় গাজোল উৎসব ও সিধু-কানু মেলা ২০০ আজ অনুষ্ঠিত হল গাজোল হাই স্কুল মাঠেউক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়। 


এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া বিধায়িকা দিপালী বিশ্বাস মহাশয়া, মাননীয় জেলা সমাহর্তা শ্রী রাজর্ষি মিত্র মহাশয়, জেলা পুলিশ সুপার শ্রী অলোক রাজোরিয়া মহাশয়, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু এবং আরো অন্যান্য বিশিষ্ট জনেরামাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয় তাঁর বক্তব্যে জানান উক্ত অনুষ্ঠান প্রায় ২৬ বছর ধরে হয়ে আসছে  গাজলের সংষ্কৃতি, ঐতিহ্য এবং সার্বিকভাবে সকল ধর্মের সকল বর্ণের ও জাতির মানুষের মেলবন্ধন ঘটেছে উক্ত অনুষ্ঠানে



এ ধরনের অনুষ্ঠানে তিনি আসতে পেরে স্বভাবতই খুশি হয়েছেনপাশাপাশি তিনি সকল জনগণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার বার্তা দেনন মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয় কে তাদের মাঝে অত্যন্ত আনন্দিত হয়েছেন অনুষ্ঠানের সকল আয়োজকবৃন্দ

Join Telegram

Join Now