বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার 2, উত্তেজনা ভাতারে

Published on: January 14, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now



                                             কৃষ্ণ সাহা :ভাতার 
সোমবার  সন্ধ্যায় এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হলো দুই ব্যক্তি। উভয়ের  বাড়ি ভাতারের মুরাতিপুর গ্রামেওই নাবালিকার বাড়ি ভাতারের কালুত্তকগ্রামে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে  ভাতারের কালুত্তকগ্রামেআজ ওই ধৃত দুই ব্যক্তিকে বর্ধমান কোর্টে পাঠানো হয়েছে


ধৃত দুই ব্যক্তির নাম রাজিবুল শেখ ও ইবরান শেখইবরান শেখের স্ত্রী সাবিনা বিবি দাবি তার স্বামীকে ফাঁসানো হয়েছে ,তার স্বামীর এই ঘটনার সঙ্গে যুক্ত নয়


পুলিশ সূত্রে খবর গতকাল সন্ধ্যায় এক নাবালিকা ভর্তি হয় ভাতার হাসপাতালে, খবর পেয়ে আমরা ভাতার হাসপাতালে যাই, ওই নাবালিকা ধর্ষিত হয়েছে বলে সে জানায়অভিযোগ করেন নাবালিকা নিজেসেই অভিযোগের ভিত্তিতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে মোবাইল লোকেশন ধরেআজ দু’জনকেই বিচার বিভাগের জন্য বর্ধমান কোর্টে পাঠানো হচ্ছে
সমগ্র ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা রয়েছে ভাতারের কালুত্তকগ্রামে।

Join Telegram

Join Now