সাংবাদিক-চিত্রসাংবাদিকদের লালারস পরীক্ষা করা হবে

সৌজন্যে -ইন্টারনেট :সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের নিজ নিজ সংস্থা থেকে স্বাক্ষরিত একটি তালিকা প্রেস ক্লাবে [email protected] এই ইমেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

 কোভিড-১৯ এর খবর যেসব সাংবাদিক ও চিত্রসাংবাদিক সংগ্রহ করেছেন তাদের লালারস পরীক্ষা করা হবে।কলকাতা প্রেসক্লাবের উদ্যোগেএই বেবস্থা করা হয়েছে। 

কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রতিদিন দুপুর ১২টায় ১৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হবে।মেইল করে তালিকা পাঠাতে অনুরোধ করা হয়েছে প্রত্যেক সংস্থাকে।তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নম্বর ও ইমেইল দিতে হবে।যারা ফ্রিলান্স সাংবাদিক তারা নিজেরাই দরখাস্ত করবেন।
লালারস পরীক্ষা করাতে প্রত্যেক সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের আধার কার্ড নিয়ে যেতে হবে অথবা নিজের আধার নম্বর উল্লেখ করতে হবে। দু-তিন দিন লাগবে রিপোর্ট পেতে, এবং সেটা স্বাস্থ্যভবন মারফত প্রেস ক্লাবে আসবে।সংক্রমণ পাওয়া গেলে জানিয়ে দেওয়া হবে।
 প্রেস ক্লাব যাদের নাম পাঠাবে তাদেরই ওই দিন লালারস পরীক্ষার জন্য নেওয়া হবে। এই পরীক্ষার ব্যবস্থা এখন চালু থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *