বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কৌশিকী অমাবশ্যাই জনশূন্য তারাপীঠ জারি করা হয়েছে 144 ধারা

Published on: August 18, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

সৌগত মন্ডল :তারাপীঠ-বীরভূম-আজ কৌশিকী  অমাবস্যা।কথিত আছে এই কৌশিক অমাবশ্যাই সাধক বামাখ্যাপা মাতারাকে পান তবে এ বছর মন্দিরে একদমই জন মানব শূন্য, নেই ভক্তদের ভিড় এছাড়া প্রশাসনের পক্ষ থেকে মন্দির চত্বরে 144 ধারা জারি করা হয়েছে ।  আজকের দিনে প্রতিবছর তারাপীঠে ভক্তদের ভিড় ঢলে পড়ে। কিন্তু এবছর পুরো আলাদা চিত্র দেখা গেল বীরভূমের 51 পীঠ তারাপীঠে। 


সারা দেশজুড়ে মরণ ভাইরাস করোনার ফলে প্রায় সকল ধর্মীয় স্থান বন্ধ। তেমনি বন্ধ তারাপীঠ সর্বসাধারণের জন্যমন্দিরের সেবায়েত জীবন বন্দ্যোপাধ্যায় জানান ,”আমাদের এই তারাপীঠে প্রচুর ভক্তের সমাগম হয় কিন্তু এবছর করোনার জন্য সেরকম ভিড় নেই , মাতারা বিশ্ব বাসির মঙ্গল করুন “

.

Join Telegram

Join Now