বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পিকের টিমের নাম করে তৃণমূল কংগ্রেসের নেতার কাছে টাকা চাওয়ার অভিযোগ

Published on: September 1, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now

 সৌমিত্র গাঙ্গুলী:আসানসোল   – পিকের টিমের নাম করে তৃণমূল কংগ্রেসের নেতার কাছে টাকা চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কুলটি থানার পুলিশ ধৃতের বাড়ি কুলটী থানা এলাকাতে   তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চ্যাটার্জির অভিযোগের ভিত্তিতে প্রথমে আটক করা হয় অভিযুক্ত মৃত্যুঞ্জয় সিং কেখবর নিয়ে জানা গেল, মাস ছয়েক আগে সে পিকের টিমে কাজ করতোবিভিন্ন দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাকে বের করে দেওয়া হয়েছিল কুলটি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আসানসোল আদালতে পাঠিয়েছে।  


বিশ্বজিৎচ্যাটার্জির বক্তব্য বেশ কয়েকদিন ধরে তাকে ফোন করে বিভিন্ন অভাব-অভিযোগ শুনতোএই যুবক কাল রাত্রে বেলায় তার কাছে এসেছিল টাকা চাইতেএই যুবকেরা পিকের টিমের কমিউনিটি কিচেনের জন্য সে টাকা চাইছিলবিশ্বজিৎবাবুর সন্দেহ হলে সে পিকের টিমের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে এই ছেলেটিকে 6 মাস আগেই বের করা দেওয়া হয়েছে তখন তাকে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ বিশ্বজিৎ চ্যাটার্জির লীখীত অভিযোগের ভিত্তিতে মৃত্যুঞ্জয় কে গ্রেপ্তার করে আসানসোল আদালতে পাঠায়অপর দীকে ধ্রীতের দাদা ধনন্জয় শীঙ বলেন আমরা রাত্রে অনেক খোজাখুজীর পর খবর পায় যেপুলীশ আটক করেছে শুনলাম চীটীঙ করেছে !তবে পীকেটীমে কাজ করতো আগে  !আমরা ভদ্রপরীবারের লোক শুনে খারাপ লাগছে !

Join Telegram

Join Now