বিমানে জুতো খুলে সূর্যতিলক দেখলেন

রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠার পরে এই প্রথম রামনবমীর অনুষ্ঠান হচ্ছে রামমন্দিরে।

প্টারে বসে রামলালার সূর্যতিলক দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম সূর্যাভিষেক হল  রামনবমীতে রামলালার।মন্দিরের দক্ষিণপ্রান্তের গিয়ারবক্স দিয়ে সূর্যের কিরণ  ঢুকে লেন্স ও আয়নার প্রতিফলিত হয়েরামলালার কপালে গিয়ে চুমু খেল।গোটা মন্দির সূর্যের আলোয় আলোকিত হল।বিজ্ঞানসম্মত উপায়ে রামলালার কপালে সূর্যতিলক আঁকা হল।

click link –    https://t.co/hA0aO2QbxF

বিমানে বসে নিজের আইপ্যাডে সূর্যাভিষেকের সেই মাহেন্দ্রক্ষণের ছবি দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।চোখ বন্ধ করে প্রণামও করলেন। প্রাণপ্রতিষ্ঠার পুজোর জন্য ১১ দিনের উপবাস করেছিলেন প্রধানমন্ত্রী।এই প্রথম রামনবমীর অনুষ্ঠান হচ্ছে রামমন্দিরে।নিজে দাঁড়িয়ে থেকে সূর্যাভিষেক দেখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের নলবাড়িতে তাঁর জনসভা ছিল।সভা সেরে  আইপ্যাডেই রামলালার সূর্যতিলকের অনুষ্ঠান দেখেন।তার আগে পা থেকে খুলে রাখেন জুতো। সূর্যতিলক দেখে চোখ বন্ধ করে প্রণামও করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোটি কোটি ভারতীয়ের মতো আমার কাছেও খুবই আবেগের মুহূর্ত ছিল। অযোধ্যায় রামনবমী ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনে শক্তি বয়ে আনুক এবং দেশ ও দেশবাসীর গৌরব ও মর্যাদাকে অন্য উচ্চতায় নিয়ে যাক।’

click link –    https://t.co/hA0aO2QbxF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *