ফুল্লরা মেলার উদ্বোধন
১২৫ তম বাৎসরিক মেলার উদ্বোধন
লাভপুরে ফুল্লরা মহাপীঠ মহামেলা ২০২৪। ১২৫ তম বাৎসরিক মেলার উদ্বোধন হলো। বীরভূম জেলা সতী পীঠের অন্যতম পিঠ স্থান লাভপুরে ফুল্লরা মন্দির। এই ফুল্লরা মন্দিরে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন মায়ের দর্শনে জন্য। পর্যটকদের কাছে এই ফুল্লরা মন্দির খুবই গুরুত্বপূর্ণ বলে পরিচিত।
এই ফুল্লরা মন্দির চত্বরে মেলাতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। আজকে আশপাশে গ্রাম হতে হাজার হাজার মানুষ একসঙ্গে বসে মায়ের প্রসাদ গ্রহণ করেন। এই মেলা ফিতে কেটে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন এবং সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার।
এছাড়া এই মেলাতে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভার সংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ।